নতুন প্রজন্ম অর্থাৎ আমরা যারা জীবনের অনেক কিছু নতুনভাবে শিখছি, তারা এসব দেখে সহজেই প্রভাবিত হয়ে যেতে পারি।
Published : 10 Dec 2024, 05:31 PM
আমাদের জীবনের একটি বড় অংশ দখল করে নিয়েছে বিজ্ঞাপন। টিভি দেখি, রাস্তা দিয়ে হাঁটি, বাসে-ট্রেনে চড়ি কিংবা ফেইসবুক চালাই- সব জায়গায় বিজ্ঞাপনের জয়জয়াকার।
তবে বিজ্ঞাপন শুধু কোনো পণ্য বা পরিষেবা বিক্রি করার জন্যই নয়, এটি আমাদের জীবনের অনেক বিষয়েও প্রভাব ফেলে। বিশেষ করে শিশু, কিশোর এবং তরুণদের ওপর এটি বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে।
অনেক বিজ্ঞাপন এমনভাবে তৈরি হয়, যা মানুষকে বেশি বেশি কেনাকাটার জন্য উৎসাহিত করে। তারা এমন একটি ধারণা দেয় যে দামি জিনিস কিনলেই জীবনে সুখ-শান্তি আসবে।
নতুন প্রজন্ম অর্থাৎ আমরা যারা জীবনের অনেক কিছু নতুনভাবে শিখছি, তারা এসব দেখে সহজেই প্রভাবিত হয়ে যেতে পারি। আমাদের অনেকেই বিশ্বাস করি, বিলাসী জীবনযাপন না করলে সফল হওয়া সম্ভব নয়।
এর ফলে অনেক সময় প্রয়োজনের বাইরে খরচ করি যা আমাদেরকে অর্থনৈতিক সমস্যায় ফেলে দেয়। আমরা তো অনেকে মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনাটাও ঠিকঠাক শিখছি না। শুধু প্রয়োজন মেটানো এবং অন্যকে দেখানোর প্রতিযোগিতায় দৌড়াতে পছন্দ করছি।
এছাড়াও বিজ্ঞাপনগুলো সৌন্দর্যের একটি নির্দিষ্ট মানদণ্ড ঠিক করে দেয়। কিন্তু আমার প্রশ্ন হল, বৈচিত্র্যময় মানব সভ্যতায় সৌন্দর্যের মানদণ্ড একটা হয় কী করে?
যেমন তারা এটাই বোঝায় যে, সুন্দর মানেই চিকন হওয়া বা মডেলের মতো দেখতে হওয়া, লম্বা হওয়া কিংবা টানা টানা চোখ থাকা। এর ফলে আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় এবং মনের অজান্তেই নিজের মধ্যে খারাপ অনুভূতি কাজ করতে পারে।
কিন্তু আমার শারীরিক গঠন নিয়ে যে আমাকে সন্তুষ্ট থাকা উচিত কিংবা সবার আগে নিজেকে নিজেই মেনে নেওয়া উচিত- এই ধরনের বার্তা সচরাচর দেওয়া হয় না।
আমি বিশ্বাস করি, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য যত মাধ্যম আছে তার মধ্যে বিজ্ঞাপন অত্যন্ত শক্তিশালী। শিক্ষামূলক বা ইতিবাচক বার্তা দিয়ে বিজ্ঞাপন আমাদেরকে ভালো দিকনির্দেশনা দিতে পারে এবং সমাজ পরিবর্তনে অংশীদার হতে পারে।
তাই বিজ্ঞাপন নির্মাতাদের উচিত সচেতনভাবে কাজ করা। শুধু পণ্য বিক্রির চিন্তা না করে, সমাজের জন্য ভালো কিছু করার দায়িত্ব নিতে হবে। বিজ্ঞাপন হতে পারে শিক্ষা ও সচেতনতার মাধ্যম। এভাবে বিজ্ঞাপন শুধু ব্যবসার জন্য নয়, সমাজের উন্নতির জন্যও কাজে লাগতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।