ছবি আঁকার পাশাপাশি আমি বই পড়তেও ভালোবাসি।
Published : 15 May 2025, 09:27 PM
প্রতিদিনের কাজ আর নতুন নতুন চ্যালেঞ্জে কেটে যায় দিন,সপ্তাহ ও মাস। ব্যস্ততার মাঝেও যখন অবসর মেলে তখন সেটা হয়ে ওঠে এক অমূল্য প্রাপ্তি।
সেই অবসর আমরা নিজের মত করে কাটাই। শখের কাজে মনোযোগ দেই তখন।
আমার কাছে শখ মানে এমন কিছু যা করতে একঘেয়েমি লাগে না, ক্লান্তি আসে না। শখের কাজ মানুষকে অন্যরকম এক অনুভূতি দেয়। গান গাওয়া, রান্না, ফটোগ্রাফি, ডায়েরি লেখা,নতুন ভাষা শেখা ও লেখালেখি করা—সাধারণত এগুলোই আমাদের প্রিয় শখ। তবে আমার শখ হল ছবি আঁকা।
আঁকাআঁকি আমার ভীষণ প্রিয় কিন্তু সবসময় আঁকা হয় না। এর জন্য দরকার হয় সময়, মনোযোগ আর কল্পনার। কখনো কোনো সুন্দর দৃশ্য,কখনো কোনো স্থাপনা কিংবা মনের ভেতরের কাল্পনিক জগৎ আমার ছবির বিষয় হয়ে ওঠে।
ছবি আঁকার পাশাপাশি আমি বই পড়তেও ভালোবাসি। আর সুযোগ পেলেই ঘুরতে যাওয়া আমার আরেকটি পছন্দের কাজ।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।