সবচেয়ে ভালো লাগে, তারা কখনোই আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেন না।
Published : 12 Jun 2025, 09:42 PM
পরিবারে ছোট-বড় সবাই সমান গুরুত্বপূর্ণ। তাই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত শোনা দরকার।
আমার পরিবারে আমার কথা গুরুত্ব দিয়ে শোনা হয়। শুধু আমি না, আমার ছোট ভাইয়ের কথাও গুরুত্ব দিয়ে শোনেন মা-বাবা।
আমরা যখন কোনো কিছু বলি, তখন তারা মন দিয়ে শোনেন, বোঝেন এবং তারপর সিদ্ধান্ত নেন। আমরা যদি কিছু চাই তাহলে সেটি আমাদের দরকার আছে কিনা আর পরিবারের সামর্থ্য আছে কিনা, তা ভেবে দেখেন। কখনো অবহেলা করেন না।
সবচেয়ে ভালো লাগে, তারা কখনোই আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেন না। বলেননি যে ‘তোমাকে এটা হতেই হবে’। বরং বলেন, পড়াশোনায় মন দাও, শেখো এবং নিজের পছন্দ অনুযায়ী কাজ কর। এমন কিছু করো যা তোমার ভালো লাগবে আর সবাই উপকৃত হবে।
আমার মনে হয়, পরিবারের ছোটদের কথা শুনলে তারা আত্মবিশ্বাসী হয়। আর না শুনলে তারা নিরুৎসাহী হয়ে পড়ে। নিজেকে গুরুত্বহীন ভাবতে পারে, যার প্রভাব পড়তে পারে শিশুর মানসিক বিকাশেও।
শিশুদের প্রথম শেখার জায়গা হলো পরিবার। এখানে তারা কথা বলতে শেখে, মতামত দিতে শেখে। তাই পরিবারিক পরিসরে ছোটদের কথা বলার সুযোগ করে দিতে হবে।
আমি বিশ্বাস করি, বড়রা যদি আমাদের সম্মান করে আর আমাদের কথা শোনে তাহলে আমরাও তাদের কথাকে শ্রদ্ধা করব এবং শুনব। এতে করে পরিবারিক সম্পর্কও দৃঢ় হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।