গ্রামের শীতের আনন্দ শহরের চেয়ে আলাদা। সেখানে উঠানে চাদর মুড়ি দিয়ে অনেকে একসঙ্গে নাস্তা করে ও চা পান করে।
Published : 19 Nov 2024, 05:45 PM
শীতের সকাল আমাদের জীবনে অন্যরকম এক অনুভূতি নিয়ে আসে। শান্ত প্রকৃতির মাঝে ভোরের হিমেল হাওয়া সৃষ্টি করে স্নিগ্ধ এক পরিবেশ। সূর্য ওঠার আগে কুয়াশায় ছেয়ে থাকে চারপাশ, যেন প্রকৃতি নিজেকে মুড়িয়ে রেখেছে সাদা চাদরে। এসব কারণেই শীতের সকাল আমার বেশ পছন্দের।
শীতের সকালে মানুষজনের জীবনযাত্রায় থাকে ধীরগতি। সূর্যের তাপ চারদিকে ছড়াতে আরম্ভ করলে মানুষ ঘর থেকে বের হওয়া শুরু করে। তবে কৃষকরা কুয়াশার মধ্যেই কাজ শুরু করেন, কেননা তাদের যে আর বসে থাকলে হবে না।
গ্রামের শীতের আনন্দ শহরের চেয়ে আলাদা। সেখানে উঠানে চাদর মুড়ি দিয়ে অনেকে একসঙ্গে নাস্তা করে ও চা পান করে। একই সঙ্গে সূর্যের পরশও উপভোগ করে।
শীতের তীব্রতা বেশি হলে বৃদ্ধরা আগুন পোহানোর আয়োজন করে। আর শিশুরা তখন আনন্দে মেতে ওঠে ধোঁয়ার চারপাশে।
খেজুরের রস, ভাপা পিঠা ও পিঠাপুলির ভিন্ন স্বাদের আমেজ নিয়ে এভাবেই শীত আসে আমাদের জীবনে। তবে শীতের সকাল সবার জন্য সমান উপভোগের হয় না। দরিদ্র মানুষের জন্য নিয়ে আসে দুর্ভোগ। গরম পোশাকের অভাবে ঠাণ্ডার প্রকোপে
বেশ কষ্ট হয় তাদের। তাই তাদের পাশে এসে দাঁড়ালে শীতের আনন্দ আরও বেশি উপভোগ্য হয়ে উঠতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঠাকুরগাঁও।