করোনাভাইরাস মহামারি তাদেরকে খাদের কিনারায় ফেলে দিয়েছে।
Published : 15 Mar 2023, 06:18 PM
প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রামবাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ হুমকির মুখে।
কুমারপাড়ায় এখন আগের মতো ব্যস্ততা চোখে পড়ে না। হাটবাজারে মাটির তৈজসপত্রের পসরাও চোখে পড়ে কম। তবে নানা লড়াই করে আমাদের বাগেরহাটে এখনো কিছু জরাজীর্ণ কুমার পরিবার ধরে রেখেছেন বাপ-দাদার এই ব্যবসা। জেলার তালেশ্বরের পালপাড়ায় গেলে মৃৎশিল্পীদের দুরাবস্থার চিত্র লক্ষ্য করা যায়।
তাদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনাভাইরাস মহামারি তাদেরকে খাদের কিনারায় ফেলে দিয়েছে। বিক্রি না হওয়ায় কেউ কেউ জীবিকার তাগিদে পেশাই বদলে ফেলেছেন।
আধুনিকতার মিশেলে সৌখিন জিনিপত্র তৈরি করে বাজারজাত করতে পারলে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন তারা।
মাটির নান্দনিক কারুকার্য ও বাহারি নকশার কারণে এই শিল্পের প্রয়োজনীয়তা অনুধাবন করে যাতে দেশের ভেতরে এর ব্যবহার বৃদ্ধি পায় তার উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে বিদেশেও যাতে আরও বেশি পরিমাণে রপ্তানি হয় সেই বিষয়টি খেয়াল রাখা উচিত।
প্রতিবেদকের বয়স:, ১৪। জেলা: বাগেরহাট।