২০১৫ সালে প্রকাশিত হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের এক যৌথ জরিপ বলছে, পৃথিবীর ৬৬৩ মিলিয়ন মানুষের পানির উৎস নিরাপদ নয়।
Published : 22 Mar 2024, 01:18 PM
পানি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে ও অন্যকে জানাতে এবং সচতেনতা তৈরিতে পালন করা হয় বিশ্ব পানি দিবস।
বর্তমানে পৃথিবীতে বিভিন্ন মানুষের কাজ পানিকে ঘিরেই। অবাক করে দেওয়ার মতো তথ্য হল, বর্তমানে প্রায় দেড় বিলিয়ন মানুষ পানি সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে কাজে নিয়োজিত। পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি হলেও বিশুদ্ধ পানির অভাব ব্যাপক।
অনেকের পানির উৎস অনিরাপদ। ২০১৫ সালে প্রকাশিত হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের এক যৌথ জরিপ বলছে, পৃথিবীর ৬৬৩ মিলিয়ন মানুষের পানির উৎস নিরাপদ নয়। বিশুদ্ধ পানির অভাব নিয়ে এক সেমিনারে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি নিউট্রিশন বিভাগের প্রধান অনুরাধা নারায়ণ বলেন, “পানি ও স্যানিটেশনের উন্নতি আর অগ্রগতি সত্ত্বেও শৈশবে অনেক শিশুই বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগে প্রাণ হারায়।”
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা। (প্রতিবেদনটি ২০১৬ সালে প্রকাশিত।)