’৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঘটনা ঘটেছে। এটি উত্তর আমেরিকার দেশ মেক্সিকো, আমেরিকা ও কানাডা থেকে দেখা গেছে।’
Published : 10 Apr 2024, 05:50 PM
সূর্যগ্রহণ সম্পর্কে আমেরিকার মহাকাশ সংস্থা নাসার ওয়েবসাইটে উল্লেখ আছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা অবস্থায় চাঁদ একটা সময় সূর্য ও পৃথিবীর মাঝ বরাবর এক সরল রেখায় চলে আসে। সে সময় সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে ঢেকে ফেলে চাঁদ। ফলে সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পায়। নীল আকাশ হয়ে উঠে কালো। এই ঘটনাটিকেই বলে সূর্যগ্রহণ।
আর চাঁদ সূর্যকে পুরোপুরি ভাবে ঢেকে ফেললে, তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে।
৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঘটনা ঘটেছে। এটি উত্তর আমেরিকার দেশ মেক্সিকো, আমেরিকা ও কানাডা থেকে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এই সূর্যগ্রহণ দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অন্তত দশ লাখ মানুষ উত্তর আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করে।
নাসার ওয়েবসাইটে খালি চোখে সূর্যগ্রহণ দেখা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। খালি চোখে সূর্যগ্রহণ দেখা চোখের জন্য ক্ষতিকর হতে পারে। তাই চোখের নিরাপত্তার জন্য বিশেষ সুরক্ষা গ্লাস ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে নাসার ওয়েবসাইটে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুড়িগ্রাম।