‘মেলা ঘুরে দেখা যায়, মেলায় শিশুদের জন্য বিক্রি হচ্ছে মাটির তৈরি নানা রকমের খেলনা।’
Published : 10 Apr 2024, 05:45 PM
নেত্রকোণা শহরের বটতলায় শুরু হয়েছে বারণী মেলা।
শনিবার এই মেলা শুরু হয়। চৈত্র ও বৈশাখ মাস জুড়ে জেলার অন্তত আট থেকে দশটি স্থানে এই মেলা হবে।
মেলা ঘুরে দেখা যায়, মেলায় শিশুদের জন্য বিক্রি হচ্ছে মাটির তৈরি নানা রকমের খেলনা।
ক্রেতাদের বিন্নি ধানের খই, গুড়-চিনির তৈরি হাতি-ঘোড়া, মাছ আকৃতির সন্দেশ, বাতাসাসহ নানা মিষ্টি জাতীয় খাবার কিনতে দেখা যায়।
মেলায় বিক্রিও ভালো হচ্ছে বলে জানান কয়েকজন ক্রেতা।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নেত্রকোণা।