রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
Published : 16 Apr 2024, 02:51 PM
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
বর্ষবরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ছাইদুল হাসান ও জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: চাঁপাইনবাবগঞ্জ।