শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিকাশের লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য মেলা ও সাংস্কৃতিক উৎসব।
বাংলা একাডেমির সমন্বয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এই আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।
শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রা জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, জেলার কবি, সাহিত্যিক, শিক্ষক, সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য রাখেন।
মেলায় বড়দের পাশাপাশি শিশু লেখকদের বইও প্রকাশিত হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সাতক্ষীরা।