‘অনেকেই বলে মেয়ে মানুষ ফুটবল খেলবে?’

'ছেলেদের সঙ্গেই তাকে ফুটবল অনুশীলন করতে হয়।'
‘অনেকেই বলে মেয়ে মানুষ ফুটবল খেলবে?’

শনি থেকে বৃহস্পতিবার; ঘড়ির কাঁটায় ৪টা বাজলেই ফুটবল মাঠে ছুটে যায় ছোট্ট শিশু হুজাইফা। পায়ে ফুটবল আর চোখে বিশ্ব সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে অনুশীলন চলে তার।

পুরো নাম হুজাইফা বিনতে হারিস। বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামে। স্মার্ট স্পোর্টস একাডেমি নামের স্থানীয় একটি ক্লাবে ফুটবল খেলা শেখে সে।

স্থানীয় একটি কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা বলে, “আমার ফুটবল ভালো লাগে। তাই আমি ফুটবল খেলা শিখি। বড় হয়ে আমার ফুটবলার হওয়ার স্বপ্ন।”

হুজাইফার গ্রামে মেয়েদের জন্য আলাদা কোনো ফুটবল ক্লাব নেই। ছেলেদের সঙ্গেই তাকে ফুটবল অনুশীলন করতে হয়।

তবে সেটা কোনো প্রতিবন্ধকতা নয় বলে মনে করেন তার মা উম্মে হাবিবা। ছেলেদের সঙ্গে এই মাঠে খেলেই হুজাইফা নিজের স্বপ্ন পূরণ করবে বলে বিশ্বাস তার।

তিনি বলেন, “আমার মেয়ে বড় হয়ে ফুটবলার হতে চায়। খুব ছোট থেকেই এটা ওর স্বপ্ন। আমার মেয়ের স্বপ্ন পূরণ করব।

“আশেপাশেই অনেকেই বলে, ‘মেয়ে বাচ্চা ফুটবল খেলবে’? কিন্তু এসবে কিছু মনে করি না। আমি মেয়ের স্বপ্ন পূরণে চেষ্টা করব।”

ছোট ছোট শিশুদের ফুটবলে আগ্রহী করতে সবুজ সংঘ নামের স্থানীয় একটি সংগঠনের সহযোগিতায় এই ফুটবল ক্লাবটি গড়ে তুলেছেন কাউনিয়া মহিলা কলেজের প্রভাষক  মো. হুমায়ুন কবির তারা

ক্লাবের প্রতিষ্ঠাতা ও ফুটবল কোচ হুমায়ুন কবির তারা বলেন, “ছেলে-মেয়ে বিভেদ নাই। হুজাইফাকে আমি তার স্বপ্নের সিঁড়িতে পৌঁছাব।“

প্রতিবেদকের বয়স: ১১। জেলা: রংপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com