
খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ বাজারে বুড়িমায়ের গাছতলায় সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব ও দিনব্যাপী বৈশাখী মেলা হয়েছে।
এদিন সকাল থেকেই বুড়িমায়ের প্রতিমাকে পূজা অর্চনা, মিষ্টি, ফিরনি ও প্রসাদ বিতরণ করেন ভক্তরা। পাশাপাশি বসে বৈশাখী মেলা।
জানা যায়, প্রতি বছরই বৈশাখ মাসের শেষ শনিবার অথবা মঙ্গলবার এই উৎসব আয়োজন করা হয়ে থাকে। যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুড়িমায়ের গাছতলা নামে পরিচিত স্থানটিতে বট গাছকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীরা পূজা দিত। অনেকেরই বিশ্বাস, এখানে কোনো কিছু মানত করলে সেই মনোবাসনা পূর্ণ হয়।
ইন্দ্রজিত বিশ্বাস নামে স্থানীয় এক বাসিন্দা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে মানুষেরা এসে মানত করে যায়, এরপর যদি মানত পূর্ণ হয় তাহলে পরের বছর এসে মানত অনুযায়ী দিয়ে যায়।"
মেলায় আয়াত নামের এক শিশুর সঙ্গে কথা বলে হ্যালো।
সে বলছিল, "আমি মেলায় ঘুরতে এসেছি। আমি আমার ছোট বোনের জন্য কিছু জিনিস কিনেছি।"
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।