কুচকাওয়াজ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
Published : 26 Mar 2025, 06:32 PM
জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপর সকাল ৯টার দিকে সরিষাবাড়ী কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কুচকাওয়াজ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: জামালপুর।