'শব্দের জাদু দিয়ে ভাবনা আর কল্পনাকে সাজাতে আমার ভালো লাগে।'
Published : 03 Apr 2025, 12:05 PM
আমি নিজেকে বলি স্বপ্নবাজ একজন মানুষ। নতুন কিছু শেখা, জানার জগৎ প্রসারিত করা, আর নিজের চিন্তাগুলো সুন্দরভাবে প্রকাশ করতে খুবই ভালো লাগে।
আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষ পৃথিবীতে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে, আর আমি চাই আমার জীবন যেন জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়।
প্রযুক্তি আর বইকে সবচেয়ে কাছের বন্ধু মনে করি। কম্পিউটার বিজ্ঞানের প্রতিও আমার গভীর আগ্রহ রয়েছে। তবে সাহিত্যও আমাকে সমানভাবে টানে।
আমি মনে করি, জ্ঞানই একমাত্র শক্তি যা মানুষকে সত্যিকারের এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আমি সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে ভালোবাসি।
আমি কবিতা, গল্প, উপন্যাস লেখার চেষ্টা করি। শব্দের জাদু দিয়ে ভাবনা আর কল্পনাকে সাজাতে আমার ভালো লাগে। আমি চাই আমার লেখা শুধু কাগজের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মানুষের মনের ভেতর পৌঁছে যাক। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমার স্বপ্ন আর অনুভূতির প্রতিফলন।
আমার ইচ্ছা, চিন্তা, স্বপ্ন আর অভিজ্ঞতা যেন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। আমি এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখি, যেখানে জ্ঞান, নৈতিকতা আর মানবিকতা একসঙ্গর পথচলা করবে। এই পথচলায় নিজের ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।
আমি জানি, কঠোর পরিশ্রম আর সঠিক দিকনির্দেশনা মানুষকে তার স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারে। আমি সেই পথেই এগিয়ে যেতে চাই।
এই যাত্রা কেবল আমার একার নয়, এটি সেই সব মানুষদের প্রতিচ্ছবি যারা স্বপ্ন দেখে, জানে, আর নিরন্তর চেষ্টা করে যায় নিজেকে গড়ার জন্য। আমার বিশ্বাস, একদিন এই প্রচেষ্টা আমাকে নিয়ে যাবে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঠাকুরগাঁও।