শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে মানুষের জন্য কাজ করছে শিহাব সিদ্দীকী নামে এক শিশু।
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের একটি দরিদ্র পরিবারে তার বেড়ে ওঠা। তার মা পাপিয়া সিদ্দীকা জানান, জন্মের দেড় বছর পর হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার ঘটনাটিই শিহাবের স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করেছে। কিন্তু তার ছেলে থেমে থাকার নয়।
শিহাব ২০১৪ সালে সমাজ উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হয়। এরপর একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সে তার এলাকায় ‘শাপলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থ ‘ নামে একটি সংগঠন চালু করে। তার এই সংগঠনে কার্য নির্বাহী সদস্য সংখ্যা ২১ জন। এছাড়াও তার ইউনিয়নের প্রায় ৪৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী-পুরুষ ও বৃদ্ধ এই সংগঠনের সদস্য।
শিহাবের বাবা বাহাউদ্দিন সিদ্দীকি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিহাব ভবিষ্যতে সকল মানুষের সেবা করতে চায় এবং দেশের উন্নয়নের জন্য কাজ করতে চায়।”
শিহাব ফিংড়ি মজিদিয়া সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা থেকে সমমান পরীক্ষা দিয়েছে। সে জানায়, নানাভাবে বুলিংয়ের শিকার হলেও মা-বাবার অনুপ্রেরণা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সে হ্যালোকে বলে, “সমাজ ও সেবমূলক কাজগুলো যেন করতে পারি এটাই ইচ্ছা আছে। এটা আমার পরিবারও সাপোর্ট দেয়।”
কয়েকজন উন্নয়নকর্মী শিহাবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সাতক্ষীরা।