নেত্রকোণায় বাল্যবিয়েকে 'না' বলল ২ শতাধিক শিক্ষার্থী

নেত্রকোণায় বাল্যবিয়েকে 'না' বলল ২ শতাধিক শিক্ষার্থী

‘নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী বাল্যবিয়ে বিরোধী শপথ নিয়েছে।’

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী বাল্যবিয়ে বিরোধী শপথ নিয়েছে।

একটি বেসরকারি সংস্থার আয়োজনে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।

বাল্যবিয়ে বিরোধী শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বানি জব্বার।

অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হেপি রায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আবু ইছহাক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সরকার ও বেসরকারি সংস্থা স্বাবলম্বীর উপজেলা সমন্বয়ক মহসিন মিয়া।

শপথ অনুষ্ঠানের আলোচনায় বক্তারা বাল্যবিয়ের নানা কুফল তুলে ধরেন।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com