‘ভিক্ষা করা ছাড়া এখন আর উপায় নেই’

‘হ্যালো ডট বিডিনিউজের টোয়েন্টিফোরের সঙ্গে আলাপচারিতায় শিশুটি জানায়, তার হাত হারানো, ঢাকায় আসা ও জীবনের অবর্ণনীয় কষ্টের কথা।’
‘ভিক্ষা করা ছাড়া এখন আর উপায় নেই’

রাজধানীর বনানী ফুটওভার ব্রিজে ভিক্ষা করে ছোবাহান নামের এক শিশু। তার বয়স ১২ কিংবা ১৩ হবে। ট্রেনে কাটা পড়ে এক হাত হারিয়েছে সে।

হ্যালো ডট বিডিনিউজের টোয়েন্টিফোরের সঙ্গে আলাপচারিতায় শিশুটি জানায়, তার হাত হারানো, ঢাকায় আসা ও জীবনের অবর্ণনীয় কষ্টের কথা।

দুই বছর আগে বাবা-মায়ের বিচ্ছেদের পর মা আর ছোট ভাইকে নিয়ে ঢাকায় আসে সে। নতুন এই শহরে তাদের ঠাঁই হয় বিমান বন্দর এলাকার বস্তিতে। পেটের দায়ে ভিক্ষায় নামতে বাধ্য হয় শিশুটি।

ছোবাহান হ্যালোকে জানায়, প্রথম কিছুদিন ভিক্ষা করে ভালো আয় হলে পরে ধীরে ধীরে তা কমতে থাকে। এ নিয়ে মায়ের বকুনি খেয়ে সে ট্রেনে চড়ে গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায় চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ট্রেনে কাটা পড়ে তাকে এক হাত হারাতে।

ছোবাহান হ্যালোকে বলে, "সেদিন আছিল শুক্রুরবার। বনানী ইস্টিশন থাইকা ট্রেরেইনে উঠবার চাইছিলাম। পারলাম না। হাতের উপর দিয়া ট্রেরেইন চইলা গেল।”

সে জানায়, ভিক্ষা করা ছাড়া তার এখন আর কোনো উপায় নেই। মা বিভিন্ন হোটেলে কাজ করেন। আর এভাবেই তাদের দিন কাটছে।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com