রোববার সকালে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
Published : 14 Apr 2024, 08:56 PM
পটুয়াখালীর বাউফলে উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শিশু-কিশোররা বাঙালি ঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন প্রাঙ্গণে পান্তা-ইলিশ খাওয়ার আয়োজনে অংশ নেয় অনেকে।
এরপর উপজেলা পরিষদের হলরুমে শিল্পকলা একাডেমির শিল্পীরা বর্ষবরণের গান পরিবেশন করেন। পাশাপাশি ছিল শিশু শিল্পীদের দলীয় গান, নৃত্য, আবৃত্তি ও একক সংগীত পরিবেশনা।
কবি ও শিক্ষক নিহার বিন্দু বিশ্বাসের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির হাজী।
পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু ও বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: পটুয়াখালী।