‘নিজে কষ্ট করে হলেও সন্তানদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে চান এই নারী।’
Published : 23 Mar 2024, 09:26 PM
গৃহকর্মীর কাজ করে দুই সন্তানের পড়াশোনার খরচ জোগান দেন মিতা পাল নামের বাগেরহাটের এক নারী।
মিতা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্বামীর একার আয়ে চার সদস্যের পরিবার পরিচালনা কঠিন হয়ে পড়ায় নিজেও উপার্জন করার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে পাঁচটি বাড়িতে গৃহকর্মীর কাজ করে মাসে পাঁচ হাজার টাকার মতো আয় হয় তার। সেই টাকায় তিনি দুই সন্তানের পড়াশোনা খরচ জোগান দেন।
তার ছোট ছেলে সপ্তম শ্রেণিতে পড়ছে আর মেয়ে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
মিতা হ্যালোকে বলেন, “স্বামী যা আয় করে তা দিয়ে সে নিজেই চলে। সংসারে তেমন কোনো টাকা দেয় না। ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমি বাইরে কাজ করি।”
নিজে কষ্ট করে হলেও সন্তানদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে চান এই নারী। মেয়ে যেহেতু স্নাতকে পড়ছে, তাই দ্রুতই মেয়ের চাকরি জীবন দেখার আশায় আছেন বলেও জানান তিনি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।