এদিন সকালে উপজেলার বাটার মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
Published : 07 Apr 2025, 06:52 PM
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় বিক্ষোভ হয়েছে।
সোমবার গাজাবাসীর জন্য ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় সাধারণ মানুষ।
এদিন সকালে উপজেলার বাটার মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় ও প্ল্যাকার্ড প্রদর্শন করে।
সমাবেশ থেকে বাংলাদেশ সরকারসহ বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের হামলার বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেওয়ার দাবি জানানো হয়।
প্রতিবেদকের বয়স: ১৪ । জেলা: নীলফামারী।