'হ্যালোর সঙ্গে কাজ করতে গিয়ে সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে মেশার সুযোগ হয় আমার। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে।'
Published : 31 Mar 2024, 09:03 PM
বিশ্বে শিশু সাংবাদিকতার প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী আজ। আর হ্যালোর সঙ্গে আমার পথচলা ২০২২ সাল থেকে।
নিবন্ধন করে সে বছর থেকে আমি শিশু সাংবাদিক হিসেবে কাজ শুরু করি। সৌভাগ্যক্রমে হ্যালোর দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা ও দিনব্যাপী ফলো-আপ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি আমি।
ফলো-আপ কর্মশালা শেষে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হ্যালোর দপ্তরে একটা ভিডিও প্রতিবেদন জমা দেই। পরের মাসে এই সংখ্যাটা এক লাফে বেড়ে হয় নয়। সবগুলো প্রতিবেদন একে একে প্রকাশ হয়।
হ্যালোর সঙ্গে পথচলা এক বছরের বেশি কিছু সময় ধরে। এই সময়ে আমি নতুন নতুন অনেক কিছু শিখতে ও জানতে পারছি।
হ্যালোর সঙ্গে কাজ করতে গিয়ে সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে মেশার সুযোগ হয় আমার। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে।
হ্যালো আমাকে 'চাইল্ড পার্লামেন্ট' এ অংশ নেওয়ার সুযোগ করে দেয়। আমি জাতীয় সংসদে আমার নিজের জেলার শিশুদের নানা সমস্যা তুলে ধরার সুযোগ পাই।
এই এক বছরে হ্যালোর দপ্তরের আপু-ভাইয়াদের অনেক ভালোবাসাও পেয়েছি। হ্যালোকে আমি অনেক ভালোবাসি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।