'দোকানগুলোতে দেখা যায়, দোকানিরা পলিথিন বা ছোট ঢাকনা দিয়ে খাবার ঢেকে রাখছে। অনেক দোকানি আবার ঢাকেও না।'
Published : 04 Apr 2024, 07:31 PM
রমজান মাস এলেই আমাদের চারপাশে ইফতার সামগ্রী বিক্রির অনেক দোকান বসে। অনেকেই এসব দোকান থেকে কিছু না কিছু কিনে থাকি। ভাজাপোড়া এসব খাবার অনেকের কাছে আবার খুবই প্রিয়।
কিন্তু দোকানের এসব খোলা খাবার কতটা স্বাস্থ্যসম্মত?
ইফতারির এই দোকানগুলোর পরিবেশ সাধারণত খুব একটা ভালো থাকে না। দোকানগুলোতে দেখা যায়, দোকানিরা পলিথিন বা ছোট ঢাকনা দিয়ে খাবার ঢেকে রাখছে। অনেক দোকানি আবার ঢাকেও না। তারা মনে করে, ঢাকার কী দরকার কিছুক্ষণের মধ্যে তো সব বিক্রি হয়ে যাবে।
এসব অস্বাস্থ্যকর ইফতারি বিক্রি করে ব্যবসায়ীরা ব্যবসা করছে ঠিকই। কিন্তু এতে করে ক্ষতি হচ্ছে আমাদের মতো ক্রেতাদের।
তাই অস্বাস্থ্যকর এসব খাবার এড়িয়ে আমাদের নিজ নিজ বাড়িতে তৈরি খাবার খাওয়া উচিত।
প্রতিবেদকের বয়স:১৩ । জেলা: বাগেরহাট।