‘পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের এই মুহূর্ত আমার খুব প্রিয়। আর আমার সব সময়ের সঙ্গী ছোট ভাই মুর্শিদ তো থাকবেই।’
Published : 10 Apr 2024, 04:44 PM
ঈদের দিনকে ঘিরে সবারই অনেক পরিকল্পনা থাকে। যারা শহরে থাকেন তাদের অনেকেই গ্রামে যান আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।
বাবার চাকরি আর আমাদের দুই ভাইয়ের পড়াশোনার জন্য আমরা থাকি বাগেরহাট শহরে। তবে ঈদের সময়টা আমরা গ্রামেই কাটাব।
গ্রামের বাড়িতে গিয়ে দাদা বাড়ি ও নানা বাড়িতে দুই জায়গাতেই যাব। প্রথমে যাব দাদা বাড়ি। সেখানে দাদা-দাদীসহ সবার সঙ্গে ঈদ উদযাপন করব।
তারপর ঈদের বাকি ছুটিটা কাটাব নানা বাড়িতে। সেখানে নানা নানীসহ সব প্রিয়জনদের সঙ্গে অনেক আনন্দ করব।
পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের এই মুহূর্ত আমার খুব প্রিয়। আর আমার সব সময়ের সঙ্গী ছোট ভাই মুর্শিদ তো থাকবেই। আমরা দুই ভাই একসঙ্গেই ঘুরে বেড়াব ঈদের এই সময়টায়।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।