'অবশেষে ১১টার দিকে খবর পেলাম দেখা গেছে ঈদের চাঁদ।'
Published : 30 Mar 2025, 08:11 PM
রোজার ঈদের চাঁদরাত বেশ আনন্দের হয়ে থাকে। কারণ, চাঁদ দেখা গেলেই পরদিন ঈদ হবে।
শেষ রোজার ইফতার করার পর সবাই আগ্রহ নিয়ে বসে থাকি চাঁদ দেখার খবর শোনার জন্য। চাঁদ দেখা গেলে ঈদ, আর দেখা না গেলে পরদিনও রোজা পালন করতে হবে।
একটা ব্যাতিক্রমী ঈদের কথা বলি। বলছি, ২০১৯ সালের ঈদুল ফিতরের কথা। ২৯ রোজার দিন শুনতে পেলাম সৌদি আরবে ঈদ উদযাপিত হচ্ছে, আমরাও ধরে নিলাম পরদিন ঈদ হবে আমাদের। কিন্তু আকাশ মেঘলা থাকায় কোনোভাবেই চাঁদের দেখা পাচ্ছিল না বাংলাদেশের চাঁদ দেখা কমিটি।
তারাবির সময় হয়ে গেলে অনেকে নামাজও পড়ে ফেলল। আমরা ছোটরা একবার চাঁদ দেখার চেষ্টা করি, একবার টিভিতে খবর দেখতে আসি চাঁদ দেখা গিয়েছে কিনা। এমন করতে করতে রাত ১০টা বেজে গেল। আমার ছোট বোন ঘুমিয়ে পড়ল, আশেপাশের বাড়ির ছেলে-মেয়েরাও যে যার বাড়ি চলে গেল।
শুধু জেগে থাকলাম আমি। বাবা আর দাদার সঙ্গে তখন গল্প করছিলাম। সেহরিতে উঠতে হবে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলছিল মা। কিন্তু আমার মন বলছিল, চাঁদ দেখা যাবেই।
অবশেষে ১১টার দিকে খবর পেলাম দেখা গেছে ঈদের চাঁদ। তখন একা একাই মেহেদি দিলাম হাতে, সেই রাতে অন্য বছরের মত চাঁদরাত উদযাপন করার কোনো সঙ্গী ছিল না আমার। যা অনেকের ক্ষেত্রেই ঘটেছে।
সকালে ঘুম থেকে উঠে ছোট বোনকে জানালাম চাঁদ দেখা যাওয়ার কথা। শুনে অবাক হয়ে গেল সে। এরপর প্রস্তুত হয়ে ঘুরতে বের হই সবার সঙ্গে। সেই ঈদটা সত্যি অন্যরকম ছিল।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।