আমি মনে করি পাখি শিকার জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি।
Published : 27 Apr 2025, 09:26 PM
পাখি আমাদের প্রকৃতির অপরিহার্য অংশ। তারা শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না বরং পরিবেশের ভারসাম্য রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বইয়ে পড়েছি পাখি ফসলের ক্ষেতের কীটপতঙ্গ নিয়ন্ত্রণ,পরাগায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নিরব সৈনিকের মতো ভূমিকা রাখে।
কিন্তু কিছু মানুষের অসচেতনতা ও লোভের কারণে অনেক স্থানে পাখির স্বাভাবিক জীবন আজ হুমকির মুখে। মানুষ নেহায়েত বিনোদন কিংবা বিক্রির উদ্দেশ্যে পাখি শিকার করছে।
সম্প্রতি আমি নিজের চোখে দেখেছি কিছু মানুষ ডাহুক পাখি শিকার করছে। এই পাখির বিষয়ে ঘাটাঘাটি করে জানতে পারি ডাহুক মূলত জলাভূমি আর ফসলের জমিতে বাস করে। নিরীহ ও পরিবেশবান্ধব এই পাখিটি কৃষির জন্যও উপকারী। অথচ শুধু মাংসের জন্য এদের নির্বিচারে হত্যা করা হচ্ছে।
আমি মনে করি পাখি শিকার জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। একেকটি প্রজাতি হারিয়ে গেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। পাখি কমে গেলে কীটপতঙ্গ বেড়ে যাবে এবং এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। যার ফল আমাদের ভোগ করতে হবে।
পশুপাখি সংরক্ষণের জন্য দেশে আইন থাকলেও তা যথাযথভাবে প্রয়োগ করা হয় না বলে আমি মনে করি। স্থানীয় প্রশাসন, পরিবেশ সংরক্ষণ সংস্থা আর সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া পাখি শিকার রোধ করা যাবে না। পাশাপাশি স্কুল-কলেজে পরিবেশ শিক্ষাকে আরও গুরুত্ব হতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ময়মনসিংহ।