যখন নিজের কথা যুক্তিসম্পন্ন এবং স্পষ্টভাবে তুলে ধরা যায় তখন শ্রোতাদের মন জয় করা অনেক সহজ হয়ে যায়।
Published : 19 Dec 2024, 06:02 PM
পাবলিক স্পিকিং একটি অসাধারণ দক্ষতা, যা বাড়ায় আত্মবিশ্বাস এবং আমাদেরকে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করে। এটি শেখার সেরা উপায়গুলোর মধ্যে অন্যতম হল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।
প্রথমবার বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় আমি ভীষণ ভয়াতুর ছিলাম। মনের মধ্যে নানা দ্বিধা কাজ করছিল যে কীভাবে বলব, কীভাবে যুক্তি তৈরি করব ইত্যাদি। তবে দলীয় সহযোগিতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিখেছি কীভাবে যুক্তি গঠন করতে হয় এবং দর্শকের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে হয়।
বিতর্ক প্রতিযোগিতার সবচেয়ে মজার দিক হল প্রতিটি নতুন বিষয়ে গবেষণা করা এবং সেই বিষয়ে শক্তিশালী যুক্তি তৈরি করা। প্রতিপক্ষের বক্তব্য মোকাবিলা করতে গিয়ে একধরনের মেধার চ্যালেঞ্জ অনুভব হয়। এটি শুধু চিন্তার গভীরতা বাড়ায় না বরং আমাদের নিজস্ব ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতাও তৈরি করে।
বিতর্কের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে, কথা বলার দক্ষতা শুধু নিজের মত প্রকাশ করার জন্য নয়, বরং শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করার এবং তাদের উপর ইতিবাচক প্রভাব ফেলার একটি শক্তিশালী মাধ্যম। যখন নিজের কথা যুক্তিসম্পন্ন এবং স্পষ্টভাবে তুলে ধরা যায় তখন শ্রোতাদের মন জয় করা অনেক সহজ হয়ে যায়।
তাই আমি মনে করি প্রতিটি শিক্ষার্থীর উচিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া। এটি শুধু মজার অভিজ্ঞতাই নয় বরং কার্যকরভাবে পাবলিক স্পিকিং শেখার একটি অনন্য উপায়। বিতর্কের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি এবং যে আত্মবিশ্বাস তৈরি করি তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। বিতর্ক প্রতিযোগিতা তাই শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি শেখার এবং নিজেকে তৈরি করার একটি মূল্যবান মাধ্যম।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।