‘প্রথমবারের মতো মুগ ডালের ক্ষেত দেখতে পেয়েছি। ক্ষেতটি আমার ফুপুর।’
Published : 13 Apr 2024, 01:34 PM
ঈদের দিন বিকালে ছোট ফুপু আমাকে তার বাড়িতে নিয়ে যান। ফুপুর বাড়িতে এত সুন্দর সময় কাটিয়েছি যা আমি লেখার মাধ্যমে প্রকাশ করতে পারছি না।
প্রতিবার গ্রামের বাড়িতে যেয়ে ধানক্ষেত দেখা হতো। কিন্তু এবার আমি ভিন্ন একটি ফসলের ক্ষেত দেখতে পাই। প্রথমবারের মতো মুগ ডালের ক্ষেত দেখতে পেয়েছি। ক্ষেতটি আমার ফুফুর।
বাড়ির সবার সঙ্গে মিলে সকালে মুগ ডাল ক্ষেত থেকে ফসল তুলেছি। এটি আমার জন্য ছিল অন্যরকম এক অভিজ্ঞতা। আমার মনে হয়েছে, শহরে থাকার কারণে অনেক শিশুই এরকম আনন্দময় অভিজ্ঞতা লাভ করতে পারে না।
ঈদের দিনটা অলস কাটলেও পরের দিন ফুপুর বাড়িতে খুবই ভালো কেটেছে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।