ফাল্গুনের মৃদু বাতাস বইছিল তখন। এ এক অন্যরকম অনুভূতি।
Published : 14 Feb 2025, 10:27 AM
বসন্তে প্রকৃতি যখন নতুন রুপে নিজেকে সাজিয়ে তোলে, মানুষের মনেও তখন নতুন উদ্যমের সূচনা হয়। তাই তো বসন্তের আগমন উদযাপনে আমরা কোনো কমতি রাখতে চাই না।
আমাদের স্কুলে ২০২২ সালে এরকমই একটি আয়োজন হয়েছিল। যা কখনোই আমি ভুলতে পারব না। সে বছরের বসন্ত উৎসবকে বিশেষ এক স্মৃতি বলে আমি আখ্যায়িত করে থাকি।
সেদিন আমাদের স্কুলকে ফুলে ফুলে ভরিয়ে তোলা হয়েছিল। মনে হচ্ছিল, এ যেন এক ফুলের রাজ্য। এর সঙ্গে আঁকা হয় আলপনা। যা এই উৎসবে আনন্দের বাড়তি মাত্রা যোগ করে।
আমরা সবাই বাসন্তী সাজে স্কুলে গিয়েছিলাম। শিক্ষকরাও আমাদের সঙ্গে যোগ দেন। ছবি তোলা, পিঠা খাওয়া আর আনন্দের মাঝে কখন যে দীর্ঘ একটা সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি।
বন্ধু, সহপাঠী আর শিক্ষকদের সঙ্গে সময় কাটিয়ে বিকেলে আবার মায়ের সঙ্গে বাইরে বেরিয়ে পড়ি। লাল-হলুদ পোশাক ছাড়া যেন চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। রাস্তার পাশে ফুলের দোকান থেকে ফুল কিনছিল অনেকে।
ফাল্গুনের মৃদু বাতাস বইছিল তখন। এ এক অন্যরকম অনুভূতি। প্রকৃতি নিজেই যেন উৎসবের সব আয়োজন করে রেখেছে। মা সঙ্গে থাকায় উদযাপনটা আরও বেশি রঙিন হয়ে উঠেছিল।
বসন্তকে শুধু পঞ্জিকার পাতায় রেখে দেওয়ার পক্ষে নই আমি। এত সুন্দর একটি ঋতুর সঙ্গে নিজের আত্মিক বন্ধনকে মজবুত করাই আমার পছন্দের কাজ। বসন্ত মানেই তো প্রকৃতির আয়োজনে নিজেকে জানান দেওয়ার সেরা সময়।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।