‘এটি নিশ্চিত যে শুধু একটি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াই সব কিছু না। যারা জিপিএ-৫ পায়নি, তাদের জন্য এখনো এগিয়ে যাওয়ার সুযোগ আছে। সামনের পরীক্ষাগুলোয় ভালো ফলাফলের পাশাপাশি সবাইকে যুগোপযোগী বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে।’
Published : 22 May 2024, 04:07 PM
কয়েক দিন আগে আমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের বেশ কিছু দিন আগে থেকেই আমার মনের ভেতর নানা শঙ্কা কাজ করতে থাকে।
ফল প্রকাশ হওয়ার পর দেখা যায়, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছি। আমার মা স্কুলের নোটিশ বোর্ড থেকে ফলাফল দেখে আমাকে জানায় যে, আমি জিপিএ-৫ পেয়েছি। মুহূর্তেই আমার সকল চিন্তা উদ্বেগ দূর হয়ে যায়। মনে আনন্দের জোয়ার বইতে থাকে।
একে একে আমার অন্য বন্ধুদের ফলাফলও জানতে পারি। অনেকেই ভালো ফলাফল করেছে, তাদের জন্যেও আমার আনন্দ হয়েছে। আবার কোনো কোনো বন্ধু আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি। তাদের জন্য মন খারাপও হয়েছে।
সংবাদমাধ্যম থেকে জেনেছি, এবছর এসএসসিতে প্রায় ২২ লাখ পরীক্ষার্থীর মধ্যে ১৭ লাখের মতো শিক্ষার্থী পাশ করেছে। যাদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১২৯।
যে পরিমাণ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, দেশে সে পরিমাণ কর্মসংস্থানের সুযোগ কি তাদের জন্য তৈরি আছে?
আমার মনে হয়, সে পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তাদের জন্য এখনো নেই। তাহলে বুঝতে হবে, চাকরির বাজারের প্রতিযোগিতা শুধু জিপিএ-৫ এর উপরেই নির্ভর করবে না। আরও অনেক বিষয়ে দক্ষতা ও যোগ্যতা অর্জন করেই কর্মসংস্থানের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
তাই, এটি নিশ্চিত যে শুধু একটি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াই সব কিছু না। যারা জিপিএ-৫ পায়নি, তাদের জন্য এখনো এগিয়ে যাওয়ার সুযোগ আছে। সামনের পরীক্ষাগুলোয় ভালো ফলাফলের পাশাপাশি সবাইকে যুগোপযোগী বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: শেরপুর।