চাঁদ না দেখলে যেন চাঁদরাত সম্পূর্ণ হয় না।
Published : 30 Mar 2025, 03:58 PM
চাঁদরাত আমার জন্য একটি বিশেষ রাত। রোজা শেষে এই রাতে পরিবারের সবাই মিলে ঈদের আনন্দে মেতে উঠি।
চাঁদরাতে সেমাই, পায়েস তৈরি করে আম্মু। অন্যদিকে আমি, বাবা আর ভাইয়া মিলে ঘর সাজাই। তারপর গান বাজাই, যা আমাদের মনে ঈদের অনুভূতি জাগিয়ে তোলে।
আমি দুই হাত ভরে মেহেদি পরি, এরপর আমরা সবাই ছাদে গিয়ে ঈদের নতুন চাঁদ দেখতে চেষ্টা করি। চাঁদ না দেখলে যেন চাঁদরাত সম্পূর্ণ হয় না।
তারপর আমি ঈদের নতুন জামা গুছিয়ে রাখি, সারারাত ধরে অপেক্ষা করি কখন সকাল হবে এবং কখন আমি নতুন জামা-কাপড় পরব।
প্রায় প্রত্যেক চাঁদরাতে রাতের বেলা আমরা ঢাকার ফাঁকা সড়কে ঘুরতে যাই। এই শহর যেন ঈদের সাজে রূপবতী হয়ে ওঠে, যা দেখে মন জুড়িয়ে যায়। এ সময় ঢাকার বিভিন্ন জায়গায় সাজানো হয়, যা দেখে আনন্দের সীমা থাকে না।
চাঁদরাত আমাদের জীবনে এক নতুন রং এনে দেয়, যা উপভোগ করার জন্য বছরভর অপেক্ষা করে থাকি।
প্রতিবেদকের বয়স: ১১। জেলা: ঢাকা।