মহামারিতে অর্থ কষ্টে ভুগছেন বাউল শিল্পীরা (ভিডিওসহ)

মহামারির কারণে শহর-গ্রামে বাউল গান, পালা গানের আসর বন্ধ থাকায় অর্থ সংকটে পড়েছেন বাউল শিল্পীরা।
মহামারিতে অর্থ কষ্টে ভুগছেন বাউল শিল্পীরা (ভিডিওসহ)

এতে খুব কষ্টে দিন পার করছেন তারা। রোজগারের আশায় অনেকে এখন ঢাকায়ও আসছেন।

সম্প্রতি কথা হয় বাগেরহাটের শরণখোলা খেকে ঢাকায় আসা বাউল ছামছু্র আর তারই ছাত্রী বাউল মনির সঙ্গে। থাকছেন বনানীর করাইল বস্তিতে। বিভিন্ন অলিগলিতে গান গেয়ে সাহায্য চেয়ে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করছেন তারা।

বাবা-মা, স্বামী নেই, একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে নিজেই নিজের সংসার চালাচ্ছেন বাউল মনি।

তিনি হ্যালোকে বলেন, “আমি উস্তাদের পিছে পিছে চলি। উস্তাদ আমাকে যে টাকা দেয় তাই দিয়ে আমার সংসার চলে।”

দিনে দুপুরে তাদের গান কারো ভালো লাগছে আবার কেউ বিরক্ত হচ্ছেন। আবু বকর (৪০) নামের এক ব্যক্তি হ্যালোকে বলেন, “এরা গান গেয়ে যাচ্ছে ভালোই লাগছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com