Published: 2020-11-30 18:44:21.0 BdST Updated: 2020-11-30 18:50:46.0 BdST
এতে খুব কষ্টে দিন পার করছেন তারা। রোজগারের আশায় অনেকে এখন ঢাকায়ও আসছেন।
সম্প্রতি কথা হয় বাগেরহাটের শরণখোলা খেকে ঢাকায় আসা বাউল ছামছু্র আর তারই ছাত্রী বাউল মনির সঙ্গে। থাকছেন বনানীর করাইল বস্তিতে। বিভিন্ন অলিগলিতে গান গেয়ে সাহায্য চেয়ে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করছেন তারা।
বাবা-মা, স্বামী নেই, একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে নিজেই নিজের সংসার চালাচ্ছেন বাউল মনি।
তিনি হ্যালোকে বলেন, “আমি উস্তাদের পিছে পিছে চলি। উস্তাদ আমাকে যে টাকা দেয় তাই দিয়ে আমার সংসার চলে।”
দিনে দুপুরে তাদের গান কারো ভালো লাগছে আবার কেউ বিরক্ত হচ্ছেন। আবু বকর (৪০) নামের এক ব্যক্তি হ্যালোকে বলেন, “এরা গান গেয়ে যাচ্ছে ভালোই লাগছে।”
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
ইমরান ও কামরানের গল্প (ভিডিওসহ)
বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ায় চার জনের সংসারে খাবার জোটাতে ভিক্ষায় নামতে হয়েছে ইমরান আর কামরান নামের দুই শিশুকে।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।