প্রাইভেটে অভিযোগ

অনেক শিক্ষক তাদের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষার নম্বর কমিয়ে দেন। এ থেকে পরিত্রাণ পাবো কীভাবে?
প্রাইভেটে অভিযোগ

এমনটা খুব বেশি হওয়ার কথা নয়। এখন পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষা নিজ প্রতিষ্ঠানে নেওয়া হয় না। ব্যবহারিক পরীক্ষাও অন্য প্রতিষ্ঠানে নেওয়া হয়। সেক্ষেত্রে প্রাইভেট পড়া নিয়ে এ রকম চাপ থাকার কথা নয়। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির পরীক্ষা আর মানবিক বিভাগের পরীক্ষার্থীদের কিছু বিষয়ের ব্যবহারিক পরীক্ষা পরীক্ষার্থীর নিজ কলেজে হতে পারে। তখন এরকম কিছু ঘটবার সুযোগ থাকে। সেক্ষেত্রে এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে হবে। আর কোন প্রতিষ্ঠানে আভ্যন্তরীণ পরীক্ষায় এরকম ঘটলে বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করতে হবে।

সুব্রত সাহা

সহযোগী অধ্যাপক, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com