ভর্তি পরীক্ষায় ভালো করার কৌশল

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কীভাবে প্রস্তুতি নিলে পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে চান্স পাওয়া সহজতর হবে?
ভর্তি পরীক্ষায় ভালো করার কৌশল

পাঠ্যবইয়ে সিলেবাসের অন্তর্ভূক্ত যা কিছু আছে তার ভেতর থেকেই এই পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাগুলির প্রশ্ন হয়ে থাকে। তাই পাঠ্যবইটিকে খুব ভাল করে রপ্ত করতে হবে। শুধু পড়লেই হবে না, আত্মস্থ করতে হবে। বুঝতে হবে, মনে রাখতে হবে। এছাড়া ইংরেজি বিষয়টিকে একটু বেশি গুরুত্ব দিতে হবে কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি মাধ্যমেই পড়ালেখা করতে হবে। বন্ধুদের সঙ্গে গ্রুপ করে পড়লে পড়া বোঝাটা খুব ভালো ফল দেয়। আর একটি ভালো ইংরেজি দৈনিক পড়তে আমি পরামর্শ দেবো। এক্ষেত্রে দেশ-বিদেশের তথ্য সম্পর্কে তার জ্ঞান আপডেটেড থাকবে। কারণ ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নও থাকে। ভর্তির জন্য আমি কোচিং করা সমর্থন করি না। কোচিংহোমগুলি নানারকম প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের বেপথু করে। তার চেয়ে ইন্টারনেট থেকে সব ধরণের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পড়ে বা জেনে নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

অধ্যাপক মাহবুবুর রহমান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com