বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্র

‘দীপু নাম্বার টু’ ও ‘আমার বন্ধু রাশেদ’র মতো শিশুতোষ চলচ্চিত্র কী আর পাবো না আমরা?
বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্র

নিশ্চয় পাবে। তবে বড়রা এ ব্যাপারে ছোটদের সময় না দিলে তাদের পক্ষে সিনেমা হলে গিয়ে ছবি দেখা সম্ভব হয় না। আর হলে গিয়ে সিনেমা না দেখলে, দর্শক না পেলে, নির্মাতাদের পক্ষে এ রকম ছবি করা কষ্ট বা অসম্ভব হয়ে যায়। ‘দীপু নাম্বার টু’ ও ‘আমার বন্ধু রাশেদ’ ছাড়াও গেলো ডিসেম্বরে মুহম্মদ জাফর ইকবালের গল্প থেকে ‘আঁখি ও তার বন্ধুরা’ ছবি তৈরি হয়েছে। কিন্তু সেটা চলেনি। কারণ, অভিভাবকরা সিনেমা হলে গিয়ে নিজেদের পছন্দের ছবি দেখেন ও ছোটরাও সেটা দেখতেই বাধ্য হয়। আর শুধু এ সমস্যাই নয়, এটা একটা সামগ্রিক সমস্যা। আশা করি ছোটদের বিনোদনের কথা সবাই মিলে বিবেচনা করলে সামনের দিনগুলিতে ছোটদের জন্য এরকম ছবি আবার হবে।

মোর্শেদুল ইসলাম

চলচ্চিত্র নির্মাতা

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com