মহামারিতে বিপর্যস্ত ভারতের সাহায্যে গুগল

মহামারি করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতের জন্য ১৩৫ কোটির আর্থিক সাহায্য ঘোষণা করল গুগল।
মহামারিতে বিপর্যস্ত ভারতের সাহায্যে গুগল

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা ‘গিভ ইন্ডিয়া’ এবং জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মাধ্যমে এ সহযোগিতা দিবে তারা। এ অর্থ চিকিৎসা সরঞ্জাম কেনা, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করা সংস্থাকে এবং সচেতনতা তৈরিতে ব্যয় করা হবে।

গুগল ইন্ডিয়ার প্রধান ভিপি সঞ্জয় গুপ্ত বলেন, “ফান্ডের প্রথম অংশটি যে সকল পরিবার এই মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের কাছে যাবে। দ্বিতীয় অংশটি জরুরি মেডিকল সামগ্রী যেমন অক্সিজেন ও পরীক্ষার সামগ্রীগুলো প্রদানের জন্য ইউনিসেফকে দেওয়া হবে।”

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের জন্য আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেল্লাও। 

টুইটারে তিনি লিখেছেন, "ভারতে এই মুহুর্তে যা পরিস্থিতি, তাতে ভারাক্রান্ত বোধ করছি। ভারতের সাহায্যে এগিয়ে আসায় আমেরিকা সরকারের কাছে আমি কৃতজ্ঞ। চিকিৎসা সরঞ্জাম কেনা, প্রযুক্তিগত সাহায্য, ত্রাণকার্য এবং অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য আমরাও সাহায্য চালিয়ে যাব।"

ভারতে ইতোমধ্যেই ৩১৮টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে প্রতিষেধক তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল, টেস্ট কিট, ভেন্টিলেটর, পিপিই কিট এবং ওষুধপত্রও পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com