Published: 2020-05-27 20:21:22.0 BdST Updated: 2020-05-27 20:23:47.0 BdST
হৃদয় বিদারক এই দৃশ্য দেখা গেছে নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের একটি হাসপাতালে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সানের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, মালিকের সঙ্গে কুকুরটি হাসপাতালে এসেছিল। কিন্তু পাঁচদিন পরে মালিক মারা যায়। তবুও কুকুরটি মালিকের অপেক্ষায় হাসপাতালেই থেকে যায়।
অনেকবার কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্টাফদের দেওয়া সামান্য খাবার খেয়েই ওখানে আছে ও। তবে এরই মধ্যে কুকুরটি মেডিকেল স্টাফদের মন জয় করে নিয়েছে।
হাসপাতালের বিল্ডিংয়ে থাকা একটি সুপারমার্কেটের মালিক মিস কুইফেন ডেইলি সানকে বলেন, "কুকুরটির মালিক নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। পরবর্তীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেও কুকুরটি এখানেই মালিককে খুঁজতে শুরু করে।
"কুকুরটি এখান থেকে না যাওয়ায় আমি তাকে নিজের সঙ্গে নিয়ে যাই। মার্কেটে রেখে তাকে পুষতে শুরু করি।"
মিস কুইফেন কুকুরটিকে 'জিয়াওবাও' বলে ডাকেন। বাংলায় এর অর্থ দাঁড়ায় 'ছোট্ট সম্পদ'।
মিস কুইফেন আরো বলেন, "কুকুরটিকে আমি অনেকবার দূরে রেখে এসেছি। কিন্তু সে আবার হাসপাতাল চত্ত্বরে এসে তার মালিককে খুঁজতে শুরু করে। সত্যিই কুকুরটি অবিশ্বাস্য ধরণের বিশ্বস্ত।
"জিয়াওবাও কথা বলতে পারে না। কিন্তু তার মুখের চাহনি দেখে এটা স্পষ্ট, সে এখনো তার মালিককে খুঁজছে।"
বর্তমানে কুকুরটি অ্যানিমাল প্রটেকশন অ্যাসোসিয়েশনের কাছে আছে। কর্তৃপক্ষ জানায়, উপযুক্ত ব্যক্তির কাছে কুকুরটিকে হস্তান্তর করা হবে।
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
চবির ‘সুমনা আর্ট গ্যালারি’ (ভিডিওসহ)
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গনে রয়েছে সাইদ ভাইয়ের চায়ের দোকান। যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আড্ডা-গল্প জমে ওঠে। সেই দোকানেই বাবাকে সাহায্য করে ফাহিমা আক্তার সুমনা নামের এক কিশোরী।
আতিকের অবাক সাইকেল (ভিডিওসহ)
বন্যা দুর্গত এলাকার মানুষের কথা চিন্তা করে ডুবে যাওয়া রাস্তাতেও চলাচলের জন্য নয় ফুট উঁচু সাইকেল বানিয়েছে টাঙ্গাইলের মির্জাপুরের বানিয়ারা গ্রামের সৈয়দ আতিক উল্লাহ।