তাজমহল এক অনন্য স্থাপত্যশৈলী

ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতিকে অক্ষয় করে রাখতে এটি নির্মাণ করেন বলে জানা যায়।
তাজমহল এক অনন্য স্থাপত্যশৈলী

এটির নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে ও শেষ হয় ১৬৫৩ খ্রিস্টাব্দে। সৌধটির নকশা কে করেছিলেন এ প্রশ্নে অনেক বিতর্ক থাকলেও, এটা নিয়ে সন্দেহ নাই যে, অসাধারণ শিল্প নিপুণ একদল নকশাকারক ও কারিগর সৌধটি নির্মাণ করেছিলেন। আর অনুমান করা হয় তারা উস্তাদ আহমেদ লাহুরীর সাথে ছিলেন। এখন পর্যন্ত গবেষণায় যিনি তাজমহলের মূল নকশাকারক হওয়ার প্রার্থীতায় এগিয়ে আছেন।

তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়। যেটির নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে।

তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য।

ইউনেস্কো ১৯৮৩ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এই সৌধটিকে তালিকাভুক্ত করে। তখন একে বলা হয়েছিল ইউনিভার্সাল অ্যাডমায়ার্ড মাস্টারপিস অব দ্য ওয়ার্ল্ড হেরিটেজ। 

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com