গাছ ও প্রাণীপ্রেমী শিশু আলিফ

বিড়াল ও পাখি পুষতে এবং গাছের যত্ন নিতে বাবা-মা তাকে সব সময় সাহায্য করে বলে জানায় সে।
গাছ ও প্রাণীপ্রেমী শিশু আলিফ

১৩ বছর বয়সী শিশু আলিফ। বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ছে সে। জেলার আমলাপাড়া এলাকায় বাবা-মা, ছোট ভাই ও দাদীর সঙ্গে নিজ বাড়িতে থাকে সে।   

আলিফ তার অবসর সময়ে পাখি, বিড়াল ও হাঁস-মুরগির সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। বিড়াল ও পাখি যেন তার বন্ধু।

বাড়ির আঙ্গিনাজুড়ে লাগানো গাছে পানি দেওয়া, যত্ন নেওয়া তার কাজের তালিকার প্রথম সারিতে থাকে। বিকাল হলেই গাছের যত্ন নেয় সে।

বিড়াল ও পাখি পুষতে এবং গাছের যত্ন নিতে বাবা-মা তাকে সব সময় সাহায্য করে বলে জানায় সে।

আলিফ হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “এরা আমার বন্ধু। আমি ওদের সাথে খেলি। আমার সময় ভালো কাটে।”

সে জানায়, পড়াশোনার পাশাপাশি গাছ ও পোষা প্রাণীর সঙ্গে সময় কাটিয়ে সে বেশ উপভোগ করে।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com