
ভিড়ের মাঝে নূর হোসেন, নিচে ডানে
ছবি: দিনু আলম
স্বৈরাচারবিরোধী আন্দোলনের জ্বলন্ত প্রতীক শহীদ নূর হোসেন। গণতন্ত্রের মুক্তি চেয়ে রাজপথে নেমে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। ১৯৮৭ সালের ১০ নভেম্বর একটি মিছিল ঢাকার ‘জিরো পয়েন্ট' অতিক্রম করার সময় পুলিশ টিয়ারগ্যাস আর গুলি ছুঁড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এসময় নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নূর হোসেন বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শ্লোগান লিখে রাজপথে বের হয়েছিলেন। নূর হোসেনের আত্মত্যাগে স্বৈরাচারবিরোধী আন্দোলন বেগবান হয়।
ওই আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
এরপর থেকে ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস হিসেবে। আর জিরো পয়েন্টের নাম দেওয়া হয় নূর হোসেন চত্বর।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: জামালপুর।