বাগেরহাটের সিঙ্গাইর মসজিদ

জানা যায়, সংস্কারের আগে এ মসজিদটি জঙ্গল ও আগাছায় পরিপূর্ণ ছিল।
বাগেরহাটের সিঙ্গাইর মসজিদ

বাগেরহাটের ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম একটি হলো সিঙ্গাইর মসজিদ। এটি ষাট গম্বুজ মসজিদ থেকে মাত্র ২৫ মিটার দক্ষিণ-পূর্বে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে সুন্দরঘোনা গ্রামে অবস্থিত।

জানা যায়, সংস্কারের আগে এ মসজিদটি জঙ্গল ও আগাছায় পরিপূর্ণ ছিল।

বর্গাকারে নির্মিত সিঙ্গাইর মসজিদটি একটি একগম্বুজ বিশিষ্ট মসজিদ। এর পূর্বদিকে তিনটি প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণদিকে রয়েছে একটি করে প্রবেশপথ। পোড়ামাটির অলংকরণ, নকশা এবং চারটি বৃত্তাকার বুরুজ এই মসজিদের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ।

নানান বয়সী মানুষ আসে এই মসজিদ দেখতে আসে।

মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালের মাঝামাঝি অংশে রয়েছে একটি অলংকৃত মেহরাব। মসজিদটির নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় এটি মধ্যযুগে নির্মিত।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা; বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com