রান্নাবাটি খেলে শিশুদের বর্ষবরণ (ভিডিওসহ)

দিন দিন বেড়েই চলছে করোনাভাইরাসের প্রভাব। দেশব্যাপী চলছে কড়া লকডাউন। এর মধ্যেই বিদায় নিয়েছে বঙ্গাব্দ ১৪২৭। ১৪২৮ বঙ্গাদের বর্ষবরণের আনুষ্ঠানিকতা সেইভাবেও হয়নি।
রান্নাবাটি খেলে শিশুদের বর্ষবরণ (ভিডিওসহ)

এর আগের বছরও ঘটেছে একই ঘটনা। কিন্তু শিশুদের মন কি মানে? তাই তারা আয়োজন করে রান্নাবাটি খেলার।

মিছেমিছি মেলায় যাওয়ার আয়োজনও চলে। আর তাতেই খুশি তারা। ওরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামে বসবাস করে।

এই রান্নাবাটি খেলায় রান্না ভাতকে ওরা বলে গয়াং গয়াং ভাত। এর মানে হলো খেলার অদৃশ্য খাবার। আসলে এটি কোনো খাবার নয়। কখনো কখনো এই খাবার তৈরিতে মাটি ব্যবহার করা হয়। শিশুরা খেলায় মিছেমিছি খাওয়ার ভান করে এ খাবার।

ছোট ভাইবোনদের জন্য এই মিছে খেলার আয়োজন করে বড় বোন জেমি(১৪)।

সে বলে, “আজ বাংলা নববর্ষ। ছোট ভাই বোনেরা সকাল থেকে আবদার করছে মেলায় যাবে। কিন্তু করোনাভাইরাসের জন্য মেলা তো হচ্ছে না। এই অবস্থায় ছোট ভাই বোনদের আবদার পূরণ করার জন্য বাড়িতে দোকান দিলাম। এখানে আমরা মজা করে গয়াং গয়াং ভাত রান্না করে খাচ্ছি।”

একদিন পৃথিবীমুক্ত হবে এই মহামারির ছোবল থেকে। তখন শিশুদের গয়াং গয়াং ভাতের আয়োজন করতে হবে না, শিশুরা নববর্ষের আনন্দে মেতে উঠবে আপন মনে।।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com