Published: 2021-03-27 18:18:45.0 BdST Updated: 2021-03-27 18:19:22.0 BdST
ফুলগুলো বাতাসে দোল খেয়ে যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ করার। তাই দিনের বিভিন্ন সময়ে সূর্যমুখীর বাগান দেখতে আসছেন প্রকৃতি প্রেমীরা। সূর্যমুখী উৎকৃষ্ঠ তেল জাতীয় ফসল।
১৯৭৫ সাল থেকে বাংলাদেশের চাষীরা সূর্যমুখী ফুলের আবাদ করেন। বর্তমানে রাজশাহী,যশোর,কুষ্টিয়া,নাটোর,পাবনা,দিনাজপুর, ঠাকুরগাঁও গাজীপুর ও টাঙ্গাইলসহ নানা জেলায় সূর্যমুখীর চাষ হয়।
পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখী ফুলের ব্যাপক চাষ হয়। এ ফুলের চাষ সারা বছর জুড়ে করা যায়। বাংলাদেশের আবহাওয়া,পানি ও মাটি সূর্যমুখী ফুল চাষের উপযোগী। এ ফুলের তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
তবে অগ্রহায়ণ মাসে এ ফুলের চাষ করলে অধিক ফলন পাওয়া যায়। এ ফুলের নাম এমনি এমনি সূর্যমুখী নামকরণ করা হয়নি!
সূর্যমুখী বাগানের মালিক আনছারুল ইসলাম জানান,এবছর উপজেলা কৃষি অফিসারের পরামর্শে তিনি প্রথমবারের মতো সূর্যমুখী ফুলের চাষ করছেন।
এ বছর তিনি ৩৩ শতক জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন।
মালিকের স্ত্রী সাদেকা আক্তার হ্যালোকে বলেন, “ কৃষি অফিস থেকে আমরা বীজ নিয়েছি। এরপর পাঁচ ইঞ্চি পরপর দড়ি দিয়ে লাগাইছি। এখন ফুল ধরছে। অনেক মানুষই আসে এই ফুল দেখতে।
এরকম সময়ে মনোবল শক্ত রাখতে হয়: সুকুমার বড়ুয়া
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুর্ভিক্ষের অভিজ্ঞতা স্মরণ করে অতিমারির এই অস্থির সময়ে শিশুদের মনোবল শক্ত রাখার পরামর্শ দিয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া।
সাইবার দুনিয়ায় 'অনিরাপদ' শিশু
বুলিংসহ নানাভাবে সাইবার দুনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু-কিশোররা।
বাবা মা বন্ধু হোক
মা-বাবার সাথে সন্তানের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। কিন্তু প্রতিটি সন্তানের সাথে মা-বাবার সম্পর্ক কি বন্ধুর মতো?