সম্মানের পতাকা যত্নে থাকে কি? (ভিডিওসহ)

সম্মানের পতাকা যত্নে থাকে কি? (ভিডিওসহ)

বিজয়ের মাসে রাজধানীর বাসাবো এলাকায় পতাকা বিক্রি করেন আব্দুল হাকিম নামের এক ব্যক্তি।

হ্যালোর সঙ্গে আলাপচারিতায় বলেন, “এইটা বিজয় মাস। বিজয় মাসে মানুষ আনন্দ করে, পতাকা কেনে। বিজয় মাসেই আনন্দটা থাকে।”

বছর ঘুরে প্রতি বছর আসে বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও মাতৃভাষা দিবস। এইদিন গুলোকে ঘিরে পতাকা কেনার প্রতি কদর বেড়ে যায় বহুগুণে। দেশের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ ঘটাতে বাড়ির ছাদ থেকে শুরু করে গাড়িতে পর্যন্ত দেখা মেলে নানা আকারের জাতীয় পতাকা।

তবে বছরের বাকি সময় পতাকা যত্নে রাখার উদাহরণ খুঁজে পাওয়া মুশকিল। নির্দিষ্ট এই দিনগুলোর পর রাস্তায় ছেড়া পতাকা পড়ে থাকতে দেখা যায় হর-হামেশাই।

পতাকা বিক্রেতা সজিব হোসেন বলেন, “এটা লোক দেখানো জিনিস। সবার ভিতরে দেশপ্রেম থাকলে পতাকার প্রতি সবারই একটা সম্মান থাকতো।“

রাজধানীর প্রধান সড়কসহ অলিগলিতে, বাজারে দেখা মিলছে পতাকার ফেরিওয়ালাদের। আকারভেদে ১০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত পতাকা বিক্রি করছেন তারা।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com