হুমকির মুখে টাঙ্গুয়ার হাওর? (ভিডিওসহ)

প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যের কারণে দেশ বিদেশে সমাদৃত টাংগুয়ার হাওর হুমকির সম্মুখীন।
হুমকির মুখে টাঙ্গুয়ার হাওর? (ভিডিওসহ)

প্লাস্টিক সামগ্রী ধ্বংস করছে জীববৈচিত্র্য। স্থানীয়রা জানায়, এত বেশি প্লাস্টিকের কারণ হলো বোতল দিয়ে তৈরি মাছ ধরার চাই ব্যবহার ও পর্যটকদের খেয়ালিপনা।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর এবং ধর্মপাশা উপজেলার প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই টাংগুয়ার হাওর। মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হাওরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি আর সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট।

টাঙ্গুয়ার হাওরের অন্তর্গত ৮৮টি গ্রামে রয়েছেন প্রায় দশ হাজার জেলে। তারা মাছ ধরার জন্য আগে বাঁশের চাই ব্যবহার করলেও সহজলভ্য হওয়ায় এখন প্লাস্টিকের বোতল ব্যবহার করছেন বলে জানা যায়। 

এই চাইগুলো কয়েক মাস ব্যহারের পর অনুপযোগী হয়ে গেলে জেলেরা সেগুলো হাওরেই ফেলে আসেন। আর এসব অপসারণের তেমন কোনো ব্যবস্থা না থাকায় সেগুলো হাওরেই থেকে যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com