দূরশিক্ষণ: কী বলছেন শিক্ষকরা (ভিডিওসহ)

মহামারির দিনে দূরশিক্ষণ গ্রহণ করছে অনেক শিক্ষার্থী। এ নিয়ে অভিযোগেরও শেষ নেই।
দূরশিক্ষণ: কী বলছেন শিক্ষকরা (ভিডিওসহ)

শিক্ষকরা কী ভাবছেন, এ বিষয়টি জানার চেষ্টা করেছে হ্যালো।

শ্রেণিকক্ষের কোন বিষয়গুলো বেশি মনে পড়ছে জানতে চাইলে ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষক সামিয়া ইয়াসমিন বলেন, “আমি যে জিনিসগুলো সবচেয়ে বেশি মিস করি তা হলো ওদের ভালোবাসা আর দুষ্টুমিগুলো। ওদের যখন বকাঝকা করতাম তখন দেখা যেত ওরা কষ্ট না পেয়ে উল্টো জড়িয়ে ধরত। এটা আমি খুব বেশি উপভোগ করতাম।“

অনলাইন ক্লাসের সুবিধা ও অসুবিধা দুটোই বিদ্যমান। তবে কিছু বিষয় নিয়ে অস্বস্তিতেও পড়তে হয় শিক্ষকদের।

এ নিয়ে নরটডেম কলেজের প্রভাষক রবিউল আউয়াল বলেন, “অনলাইন ক্লাস নিতে গিয়ে সবচেয়ে বড় সমস্যায় যেটা পড়ি সেটা হলো নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের কারণে অনেক সময় ক্লাসে বাধা পরে আবার নতুন করে শুরু করতে হয়। জুমে ক্লাস নেওয়ার সময় অভিভাবকরা কখনো সামনে চলে আসে, অনেকে মিউট করে রাখে না আবার কখনো ফেইসবুক লাইভে ক্লাস নিতে গেলে অনেক অসংলগ্ন কমেন্ট আসে।“

সামিয়া ইয়াসমিনের মতে শুরুর দিকে অনলাইন ক্লাসের আগ্রহ শিক্ষার্থীদের মধ্যে কম ছিল। কিন্তু প্রয়োজন বুঝতে পেরে তাদের অংশগ্রহণ বাড়ছে।

তবে তারা সবাই মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীদের প্রকৃত সম্পর্ক শ্রেণিকক্ষেই গড়ে ওঠে। তাই তারা দ্রুত ফিরতে চান স্বাভাবিক ক্লাসে।

নরটডেম কলেজের আরেক প্রভাষক মোহাম্মদ নাইমুর রহমান বলেন, ”অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা ছাত্রদের ভালোভাবে বোঝাতে পারিনা। তাই দেখা যায় পুরোপুরিভাবে ছাত্র-শিক্ষক সম্পর্ক গড়ে তোলা সম্ভব না। “

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com