‘শিশুর বেড়ে ওঠায় যা প্রয়োজন’ (ভিডিওসহ) 

সন্তানের ওজন, বেড়ে ওঠা মোটকথা শারিরীক বৃদ্ধি নিয়ে সব বাবা মা কম বেশি চিন্তিত থাকেন। অনেকেই হয়ত চিকিৎসকের শরণাপন্ন হন।
‘শিশুর বেড়ে ওঠায় যা প্রয়োজন’ (ভিডিওসহ) 

শিশুর বেড়ে ওটা, সঠিক ওজন, উচ্চতা ইত্যাদি কেমন হওয়া উচিত তা নিয়ে বিস্তারিত বলা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রোথ চার্ট বা শিশু বৃদ্ধির তালিকাতে। চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক।

 

তুমি কি জান, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা হ্যালো শুধুই শিশুদের কথা বলে? বয়স যদি ১৮’র কম হয়, তাহলে তুমিও হতে পার শিশু সাংবাদিক! তাহলে আর কী, নিজের তৈরি প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন, ভ্রমণকাহিনী, জীবনের স্মরণীয় ঘটনা, আঁকা ও তোলা ছবি, বুক বা সিনেমা রিভিউ পাঠাতে পার আমাদের কাছে। লিখতে পার প্রিয় সাহিত্যিক ও ব্যক্তিত্বকে নিয়েও। এমনকি নিজের কথা লিখতেও নেই কোনো মানা।

লেখা ও ভিডিও পাঠানোর ঠিকানা [email protected]। সঙ্গে নিজের নাম, ফোন নম্বর, জেলার নাম ও ছবি দিতে ভুলবে না কিন্তু। তবে তার আগে রেজিস্ট্রেশন করতে ক্লিক করো reg.hello.bdnews24.com

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com