দিয়া বাড়ি বিকেল হলেই মুখরিত শিশুর কলতানে (ভিডিওসহ)

রাজধানীর একঘেয়ে জীবনে দিয়া বাড়ির মতো ফাঁকা জায়গা যেন শিশুদের জন্য আশীর্বাদ।
দিয়া বাড়ি বিকেল হলেই মুখরিত শিশুর কলতানে (ভিডিওসহ)

বিকেল হলেই দিয়া বাড়িতে ঘুরে বেড়াতে দেখা যায় শিশুসহ বিভিন্ন বয়সই মানুষকে। উত্তরাসহ ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে খোলা পরিবেশের জন্য অনেকেই ঘুরতে আসে এখানে।

মেহেরপুর থেকে ঢাকায় বেড়াতে এসেছে শিশু অনু। সে বলে, “আমি মা আর আমার বোনের সাথে এসেছি, আমার ঘু্রে অনেক ভালো লেগেছে।”

ছোট শিশু ইনান সুদূর ব্রুনাই থেকে বাংলাদেশে ঘুরতে এসেছে। বাবা মায়ের সাথে ঘুরতে এসে আনন্দিত সে।

খোলা জায়গা ছাড়াও এখানে রয়েছে একটি লেক এবং বিনোদনের জন্য নৌকা ভ্রমণের ব্যবস্থা। শিশুদের খেলার জন্যও রয়েছে রাইড। তবে শিশুরা মনে করছে জায়গাটিকে আরো উপভোগ্য করতে আরো কিছু রাইড যোগ করা এবং রাইডের দাম কিছুটা কমানো উচিত।

তৃতীয় শ্রেণির ছাত্রী আকলিমা আর যুথি নানার সাথে দিয়া বাড়িতে ঘুরতে এসেছে।

আকলিমা বলে, “এখানে আরো কয়েকটি খেলার জিনিস থাকলে আরো ভালো লাগত।”

তার বান্ধুবি যুথি বলে, “এখানে আরো কয়েকটি নৌকা থাকলে আর দাম একটু কম হলে আমরা উঠতে পারতাম।”

তবে শীতের জন্য এখানে ঘুরতে আসা মানুষের সংখ্যা কমে যাচ্ছে বলেন এক ফুচকা বিক্রেতা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com