শ্রীহীন দর্শা (ভিডিওসহ)

ময়মনসিংহ জেলার উত্তরে সীমান্তবর্তী পাহাড় ঘেঁষা উপজেলা হালুয়াঘাট।
শ্রীহীন দর্শা (ভিডিওসহ)

তারই কূল ঘেঁষে এক সময় বয়ে যেত দর্শা নামের এক নদী।

একদা এই নদী ছিল এই অঞ্চলের মানুষের জীবিকার প্রধান সহায়ক। হালুয়াঘাটবাসীর মাছের চাহিদা মেটাবার প্রধান উৎসও ছিল এটি। ব্যবহার হতো পণ্য পরিবহন ও যাতায়তেও।

স্থানীয় প্রশাসনের একটা আয়েরও উৎস ছিল এই দর্শা। কিন্তু আজ এই নদীকে নদী তো দূরের কথা; খাল, নালা কিংবা ডোবা বলাও দুষ্কর। নদের তীরবর্তী মানুষজন দখল করে নিয়েছে এর সিংহভাগ।

যে অংশটুকু কোনো রকমে বেঁচে আছে তাও ব্যবহার হচ্ছে নদীর দুপাশে বসবাসকারীদের পয়নিষ্কাশনের স্থান হিসাবে। তাছাড়া বাসা বাড়ি, দোকানপাট ও রাস্তাঘাটের আবর্জনা ফেলে এই নদীকে মেরে ফেলা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com