ঈদে মেলে না ছুটি

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে কম-বেশি সবাই এই আনন্দ ভাগাভাগি করে নিলেও কিছু মানুষ পাইনি ঈদের ছুটি৷ ঈদের দিনেও তাদের কাজ করে যেতে অনবরত।
ঈদে মেলে না ছুটি

ব্যংকের সিকিউরিটি গার্ড, নিরাপত্তা বাহিনী (পুলিশ), রাস্তা পরিষ্কারকর্মী কয়েকজনের সাথে কথা হয়েছে ঈদের দিন সকালে। যারা পাননি ঈদের ছুটি।

রাজধানীর রাজারবাগ এলাকায় দেখলাম, ৬০ বছর বয়সী এক নিরাপত্তা কর্মীকে৷ সবার ছুটি হলেও তার ছুটি মেলেনি।

তিনি বললেন, ‘আমাদের ঈদের ছুটি নাই-রে বাবা, ছুটি দিলে ব্যাংক পাহারা দিবো কে?’’ 

কথায় কথা বুঝতে পারলাম, পরিবারের সাথে ঈদ করার ইচ্ছা থাকলেও তার সে ইচ্ছা পূরণ হয়নি।

হাঁটতে হাঁটতে সামনে এগোতেই সিটি কর্পোরেশনের ময়লা পরিস্কারকর্মী একজনের সাথে দেখা হল।

ছুটির বিষয়ে কথা তুলতেই তিনি বললেন,‘কোরবানির সময় বুঝেন-ই তো কত চাপ। এই ময়লা পরিষ্কার না করলে আপনার,আমারই ক্ষতি।’ 

এরপর কিছুটা এগোতেই এক পুলিশের সদস্যের দেখা পেলাম। কথা বলে জানলাম, তিনি এখন ঈদের ডিউটিতে জয়েনের জন্য যাচ্ছেন।

পরিবারের সাথে ঈদ পালন না করতে পারার অনুভূতি জানতে চাইলে তিনি আমাকে বলেন, ‘কি আর করবো বাবা! দায়িত্ব তো পালন করতেই হবে। সব পুলিশ ছুটিতে গেলে সাধারণ জনগণের নিরাপত্তা কে দেবে?’ 

আমার খুব খারাপ লাগল। যখন আমরা সবাই পরিবারের সাথে ঈদ উদযাপন করছি, তখন তারা আমাদের নিরাপত্তায় ব্যস্ত।

আমাদের সবার উচিত এই মানুষগুলোর সাথে ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করে নেওয়া।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com