ইতিহাসের সাক্ষী বগুড়া মসজিদ বাড়ি (ভিডিওসহ)

প্রায় ১১ বিঘা জমির উপর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলীর মসজিদ বাড়িটি।
ইতিহাসের সাক্ষী বগুড়া মসজিদ বাড়ি (ভিডিওসহ)

স্থানীয়দের ধারনা প্রায় ৪০০ বছর পূর্বে এ মসজিদটি নির্মান করা হয়।

কেউ কেউ বলছেন, হিন্দু শাসন আমলে  এ মসজি টি প্রথমে মন্দির ছিল পরে মুসলিম শাসকেরা এসে এটাকে মসজিদ হিসেবে নির্ধারণ করেন।

এ মসজিদটি পর্যায়ক্রমে তিনবার সংস্কার করা হয়। প্রথম বার এটি মন্দির থেকে মসজিদ করা হয়। তারপর প্রায় ১৫০ বছর পূর্বে অর্থ্যাৎ বাংলা ১৩১৩ সনে এটি আবার সংস্কার করে হয়। আবার সর্বশেষ বাংলা ১৪০৪ সনে এটা সংস্কার করে। কিছু দিন আগে সরকারি অর্থায়নে এটি সংস্কার করা হলেও তা বর্তমানে বন্ধ আছে।

এদিকে এ মসজিদের সাথে একটি পুকুরও রয়েছে। এ মসজিদকে কেন্দ্র করে একটা মাদ্রসাও গড়ে উঠেছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com